
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরিফুল ইসলামকে আবু সাঈদ হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতারের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করেছে।
সোমবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ সই করা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ নভেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃক গ্রেফতারের পর, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(২) ধারা অনুযায়ী শরিফুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এছাড়া, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, বরখাস্তের সময় তিনি খোরপোশ ভাতা পাওয়ার অধিকারী হবেন এবং এই আদেশ ১৯ নভেম্বর থেকে কার্যকর হবে।
বিবার্তা/সোলাইমান/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]