ময়মনসিংহের গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসার সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ত্রিশঘর গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে মোকছেদুল (৩২) ও মো. আবুল কালাম ফকিরের ছেলে শরীফ (২৪) এবং আব্দুল মোতালেবের ছেলে ইয়াসিন (২৮)।
২ ডিসেম্বর, সোমবার বিকেলে উপজেলার বোকাইনগর ইউনিয়নের ত্রিশঘর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ গোয়েন্দা কার্যালয় ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মৃত চাঁন মিয়ার পুত্র নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৮ টি বস্তায় ১৪২ কেজি গাজা উদ্ধার করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছারুল হাসান রনি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের টিম নিয়ে উল্লিখিত স্থানের আশপাশে উৎ পেতে থাকি। আমাদের উপস্থিতি টের পেয়ে সটকে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়। বাড়ির মালিক আবেদা উপস্থিতি টের পেয়ে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যায়। পরে আমরা তার বসতঘর ও রান্নাঘরে অভিযান চালিয়ে ৮ টি বস্তায় ১৪২ কেজি গাজা উদ্ধার করেছি।
অভিযানে উপস্থিত ছিলেন গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের (গৌরীপুর, ঈশ্বরগন্জ, নান্দাইল) ইনচার্জ মেজর নাঈম ও মেজর রোবাইয়াতের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাযহারুল আনোয়ার বলেন, সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে মাদক উদ্ধার করা হয়েছে এবং ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।
বিবার্তা/হুমায়ুন/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]