
পিরোজপুরের কাউখালীতে অবৈধ চরগরা জাল দিয়ে মাছ ধরায় তিন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
২ ডিসেম্বর, সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড প্রদান করেন।
এর আগে, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমানের নেতৃত্বে উপজেলার চিরাপাড়া, দক্ষিণ বাজার সংলগ্ন এলাকায় সন্ধ্যা নদীতে অভিযান চালানো হয়।
অভিযান চালিয়ে ৬ হাজার মিটার অবৈধ চরগড়া জালসহ পূর্ব আমরাজুড়ি গ্রামের মীর মাহাবুব, বাশুরী গ্রামের মো. আজিম ও রুহুল আমিন এই তিন জেলেকে কাউখালী নৌ পুলিশ আটক করে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, জব্দ জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে এবং আটক জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিবার্তা/রবিন/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]