চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় রাস্তার নির্মাণকাজের উদ্বোধন
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০১:১৪
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় রাস্তার নির্মাণকাজের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) শীর্ষক প্রকল্পের ১৩নং প্যাকেজের আওতায় শহরের হুজরাপুর পশু হাসপাতাল মোড় হতে ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত ডিবিসি রাস্তা ও আরসিসি ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।


শনিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এসময় জেলা প্রশাসক তাঁর বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জকে আধুনিক জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও।


অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, সিভিল সার্জন এস এম মাহমুদুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার।


টাউন প্ল্যানার ইমরান হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।


পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম জানান, আজ দুপুরে এলজিসিআরআরপি শীর্ষক প্রকল্পের ১৩নং প্যাকেজের আওতায় পৌর এলাকার হুজরাপুর পশু হাসপাতাল মোড় হতে ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত ডিবিসি রাস্তা ও আরসিসি ড্রেন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। যার দৈর্ঘ্য ৩৩০মিটার।


নির্মান কাজের জন্য ৯৫ লাখ ৩৭ হাজার ৬৫৪ টাকায় আব্দুল মান্নানের সাথে ঠিকাদারী চুক্তি সম্পাদন করা হয়েছে বলে জানান তিনি।


বিবার্তা/লিটন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com