
পিরোজপুর ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদীর আমন্ত্রণে তুরস্কের ইজার ক্যাপাসি নামে একটি সংস্থা ইন্দুরকানীতে বিভিন্ন সহায়তা ও নগদ অর্থ প্রদান করেছে।
৩০ নভেম্বর, শনিবার মাসুদ সাঈদীকে সাথে নিয়ে তারা এ সহায়তা প্রদান করেন।
সহায়তার মধ্য রয়েছে বিগত আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে নিহত শহীদ শুক্কুর আলী ও আহত মোস্তফা মীরকে ২টি দোকান ঘর নির্মাণ, বৌডুবী মাদ্রাসার সামনে অজুখানা নির্মাণ, অসচ্ছল পরিবারের মাঝে ৫টি গরু, ১৫টি ছাগল বিতরণ, ২৩টি অগভীর নলকূপ স্থাপন এবং ২৫টি পরিবার ও একটি মাদ্রাসায় নগদ অর্থ বিতরণ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলী হোসাইন, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, প্রেসক্লাব সভাপতি খান মো: নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য আবুল কালাম গাজীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
দো-ভাষীর বক্তব্যে মাসুদ সাঈদী জানান, সংস্থাটি কক্সবাজারে রোহিঙ্গাদের সামাজিক উন্নয়নে কাজ করছে। তার ডাকে সাড়া দিয়ে তারা ইন্দুরকানীতে এসেছে। তারা ইন্দুরকানীতে হতদরিদ্র পরিবারের মাঝে তাদের সাহায্য প্রদান অব্যাহত রাখবে।
বিবার্তা/শামিম/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]