ফেনীতে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা করেছে ফেনী পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ বাস্তবায়ন পরিষদ।
২৯ নভেম্বর, শুক্রবার সন্ধ্যায় শহরের ক্রাউন ওয়েষ্ট রেস্তোরাঁয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফেনী পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব সাইদুল ইসলাম'র সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবদুল খালেক, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম, ফেনী পৌরসভার সাবেক প্যানেল মেয়র ওমর ফারুক বেলাল, দৈনিক ফেনী'র সম্পাদক আরিফুল আমিন রিজভী, ফেনী শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম, একরামুল হক ভূঁইয়া প্রমুখ।
বক্তরা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ জনপদ ফেনী জেলা। ফেনীতে স্বাধীনতার ৫৩ বছর পরও মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না হওয়াটা খুবই দুঃখজনক। অবস্থানগত, ভূরাজনৈতিক ও উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ বহু আগেই হওয়ার কথা ছিল। নেতৃত্বের দুর্বলতার কারণে ফেনী অবহেলিত ছিল। ফেনীতে যত দ্রুত সম্ভব মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্ৰহণ করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানান তারা।
বিবার্তা/মনির/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]