প্রধান অতিথি না করায় মাহফিল বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ১৫:৪০
প্রধান অতিথি না করায় মাহফিল বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁর মান্দায় প্রধান অতিথি না করায় মাহফিল বন্ধের প্রতিবাদে ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ মিছিল করেছে যুবসমাজ ও এলাকাবাসী।


বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার ডিপবাজার এলাকায় ইসলামী মাহফিল বন্ধের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।


সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, ৩০ জন সদস্য বিশিষ্ট একদল যুব সমাজের উদ্যোগে অরাজনৈতিক ব্যানারে প্রতিবছর ডিপবাজার এলাকায় ইসলামী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে কোনো প্রধান অতিথি বা সভাপতি করা হয় না। অথচ গত ২৭ নভেম্বরে অনুষ্ঠিত ইসলামী মাহফিলে ৭নং প্রসাদপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনকে প্রধান অতিথি করতে হবে এমন চাপ প্রয়োগ করতে থাকে তার অনুসারী কিছু স্থানীয় বিএনপি নেতারা। পরে অরাজনৈতিক ব্যানারে এ ইসলামী মাহফিল অনুষ্ঠিত হওয়ার কারণে চেয়ারম্যানকে প্রধান অতিথি হিসাবে রাখায় অসম্মতি প্রকাশ করেন যুবসমাজ ও এলাকাবাসী। এমন সংবাদে পেয়ে চেয়ারম্যান মতিনের লোকজন এসে মারপিট করে মাহফিল বন্ধ করে দেয়। এমন ন্যাক্কারজনক ঘটনায় এলাকাবাসী চেয়ারম্যানসহ তার অনুসারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গোবিন্দপুর-ডিপ বাজার যুব সমাজ সংঘের সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি উজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাফি, কোশাধ্যক্ষ জহুরুল ইসলাম, সদস্য রাসেল হোসেন, ওয়াহিদ আলী, সাবেক ইউপি আব্দুল জলিলসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।


বিবার্তা/আপেল/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com