সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের ভূমি অফিসের মূল ফটকের দুই পাশে সরকারের খাস জায়গা দখল করে গড়ে তোলা দোতলা ভবনসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
২৮ নভেম্বর, বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসনের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রৌশন আহমেদ এবং সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়, ওসি মো. সজীব রহমান, স্থানীয় সাংবাদিকসহ বিপুল পরিমাণ পুলিশ উপস্থিত ছিলেন।
জানা গেছে বিগত ১৬-১৭ বছর যাবত একটি প্রভাবশালী মহল সদর ইউনিয়ন ভূমি অফিসের মূল ফটকের সামনের রাস্তার দুই পাশে থাকা ১৩ শতক সরকারি খাস জায়গা দখল করে দোতলা ভবনসহ বিভিন্ন স্থাপনা তৈরি করে ১৫ টি পরিবার বসবাস করে আসছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রৌশন আহমেদ বলেন, ১৫ টি পরিবার সরকারি খাস জায়গা দখল করে দোতলা ভবনসহ বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করে। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশ এগুলো উচ্ছেদ করতে আসছি।
তিনি আরও বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/শহীদুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]