সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কবির ওরফে কবির খাঁ'কে গ্রেফতার করা হয়েছে।
২৭ নভেম্বর (বুধবার) পৌনে একটার দিকে মধ্যনগর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কবির খাঁ মধ্যনগর উপজেলার মাছুয়াকান্দা গ্রামের বাবুল মিয়ার ছেলে এবং সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
এজাহার সূত্রে জানা যায়, গেজেট অনুযায়ী নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ৩৫/৪০ জন নেতাকর্মী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসেফ আলভীর বাসার পিছনের একটি রুমে দেশকে অস্থিতিশীল করার জন্য গোপন বৈঠকে মিলিত হয়েছে। এরকম সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালায়। এসময় কবিরকে আটক হয় এবং অন্যরা পালিয়ে যায়।
পরে মধ্যনগর থানায় ছাত্রলীগের ১৭ নেতাকর্মীসহ আরও অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়।
(মধ্যনগর থানার মামলা নং-৬, তারিখ- ২৭ নভেম্বর, ২০২৪; জি আর নং-৬৮, তারিখ- ২৭ নভেম্বর, ২০২৪; ধারা-15(3)/25D The Special Powers Act, 1974 রুজু করা হয়।)
মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান জানান, বিশেষ ক্ষমতা আইনে আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিবার্তা/শহীদুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]