
হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন কর্তৃক চট্রগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে ইসকনকে নিষিদ্ধের দাবিতে দিনাজপুরের হাকিমপুর হিলি ও পার্শ্ববর্তী বিরামপুরে বিক্ষোভ মিছিল করেছে সামাজিক শক্তি নামের একটি সংগঠন। অপরদিকে পার্শ্ববর্তী বিরামপুর উপজেলায় ওলামা মাশায়েখ ও সর্বস্তরের জনগণ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
২৮ নভেম্বর, বৃহস্পতিবার দুপুরে বাংলাহিলি আল-আজিজয়া মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
মিছিলটি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। এসময় শিক্ষার্থীরা ইসকনকে জঙ্গি সংগঠন উল্লেখ করে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানান।
অপর দিকে পার্শ্ববর্তী বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়ে ওলামা মাশায়েখ ও সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ করা হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের নেতা হাফেজ মো. বেলাল হোসেন, পেশ ইমাম হাফেজ মো. শহিদুল ইসলাম সহ আরও অনেকে।
বক্তারা ইসকনকে জঙ্গি সংগঠন হিসেবে উল্লেখ করে নিষিদ্ধের দাবি জানান।
বিবার্তা/রব্বানী/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]