
সিরাজগঞ্জের সলঙ্গায় ব্রিজের নিচ থেকে আব্দুল মান্নান (৫৫) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আব্দুল মান্নান সলঙ্গা থানার চড়িয়া শিকার (মাঠপাড়া) গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
২৮ নভেম্বর, বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের থানার ভুইয়াগাতী জোড়া ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আব্দুল মান্নান মানসিক ভারসাম্যহীন। পাশাপাশি দুইটা ব্রিজ রয়েছে। ব্রিজের সাইডে রাস্তা আছে মনে করে ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে গিয়ে মারা যেতে পারে।
নিহতের সৎ ভাই আমির হোসেন জানান, বুধবার সকালে কাউকে না জানিয়ে আব্দুল মান্নান বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রাতে পরিবারের লোকজন অনেক স্থানে তাঁকে খোঁজাখুঁজি করে। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, সকালে মরদেহ টি ব্রিজের নিচে পরে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/কাইয়ুম/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]