
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের জন্য স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর, মঙ্গলবার সকাল ১০ টার দিকে নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে মিনি কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে ও নাচোল পল্লি উন্নয়ন কর্মকর্তা হারুন আর রশিদের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় আমন্ত্রিত অতিথি বৃন্দদের মধ্য থেকে শহীদদের স্মরণে বক্তব্য রাখেন, নাচোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, মহিলা কলেজের অধ্যক্ষ মো. বাইদুর রহমান, নেজামপুর ইউপি চেয়ারম্যান মো. আমিনুল হক, নাচোল সদর ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, নাচোল সরকারি কলেজের সহকারী প্রভাষক মো. শফিকুল আলম, কৃষি অফিসার সলেহ্ আকরাম, নাচোল খ,ম, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, নেজামপুর আলিম মাদ্রাসর অধ্যক্ষ মোঃ মাহাবুবুর রহমান, সাংবাদিক মো. জিলানী ও মো. আবুল হোসেন।
অনুষ্ঠানটিতে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনের আহত ছাত্র মো: মেহেদী হাসানের পিতা মো: আব্দুস কুদ্দুস ও তার বোন মোসা: সালমা খাতুন।
মেহেদী হাসানের পিতা জানান, আমার ছেলে সাউথইস্ট ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট টেকনোলজি মিরপুর-১৩, ঢাকায় লেখাপড়া করতেন। এক পর্যায়ে আন্দোলনে জড়িয়ে পড়ে, আমিসহ আমার পরিবারের সকলেই ওর জন্য কান্নাকাটি করতে থাকি। আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমার ছেলেকে তুমি সহিসালামতে রাখিয়েন।
তিনি আরও জানান, আমার ছেলে মিরপুর-১০ গোলচত্বরে আহত হয়েছে। সে গুলিতে আঘাত পেয়েছে ডানপায়ের হাঁটুর ওপরে।
আমার ছেলের জন্য সকলের কাছে দোয়া করবেন। আমার ছেলে যেন সুস্থভাবে বেঁচে থাকেন, দেশের জন্য কিছু করতে পারেন। সরকারের কাছে আবেদন আমার ছেলেকে যেন একটি সরকারি চাকুরি দেওয়া হয়।
অনুষ্ঠানটির শেষ অংশে আহত ছাত্র মেহেদী হাসানের পিতার হাতে কিছু উপহারসামগ্রী তুলে দেন প্রধান অতিথিসহ বিশেষ অতিথি বৃন্দরা।
এছাড়াও এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইমাম, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিবার্তা/মোস্তাফিজুর/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]