
চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২৬ নভেম্বর, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়, পরীক্ষায় কৃতিত্ব শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক সমিতির সভাপতি মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো. জেহের আলী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব লতিফা হক।
অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের বিদায়ী শিক্ষার্থীর মধ্যে আবেগী বক্তব্য রাখেন শাহারিয়ার হোসেন রিজভী ও সানিয়া বিনতে শামস ( হিমি)।
এতে বিশেষ অতিথি হিসাবে ছিলেন জনাব পরিমল কুমার কুন্ডু, সহকারী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,জনাব মো. মাহমুদুজ্জামান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জনাব শহর বানু, প্রধান শিক্ষক, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জনাব রুবিনা আনিস, প্রধান শিক্ষক, নবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, জনাব মো. কামাল উদ্দীন, সহকারী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে উপস্থাপনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক, গোলাম হামিদ ও মো. নেয়ামাতুল্লাহ।
অত্র বিদ্যালয়ে সহকারী শিক্ষক গোলাম হামিদ আবেগি বিদায়ী শিক্ষার্থীর জন্য ছড়া উপস্থাপন করেন, ‘মন চায় না দিতে বিদায়, কিন্তু আমরা সত্যিই বড় নিরুপায়, সময় চলে যাচ্ছে সময়ের মত, মনে করে দেখো স্মৃতি আছে কত।’
অনুষ্ঠানে অতিথিবৃন্দ পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার উপকরণ উপহার প্রদান, পরীক্ষায় কৃতিত্ব শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিবার্তা/লিটন/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]