শিরোনাম
মো‌রেলগ‌ঞ্জে
সরকা‌রি খা‌লে বিষ প্রয়ো‌গে আমন ধা‌নের ক্ষতির আশঙ্কা
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ১৯:০৩
সরকা‌রি খা‌লে বিষ প্রয়ো‌গে আমন ধা‌নের ক্ষতির আশঙ্কা
বা‌গেরহাট প্রতি‌নি‌ধি
প্রিন্ট অ-অ+

বা‌গেরহা‌টের মো‌রেলগ‌ঞ্জে সরকা‌রি খা‌লে মাছ শিকা‌রে দুর্বৃত্তদের বিষ প্রয়ো‌গের ফ‌লে পা‌নি দূষিত হ‌য়ে উপ‌জেলার দুই ইউ‌নিয়‌নের শতশত বিঘার আমন ধা‌নের বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।


সোমবার (২৫ ন‌ভেম্বর) গভীর রা‌তে শ্রেণিখালী-ভাটখালী খালে বিষ প্রয়োগ করে মাছ ধরে নেয় দুর্বৃত্তরা।


স্থানীয়রা জানায়, মাছ ধরার জন্য দুইদিন আগে থেকে খালটির শ্রেণিখালী মোহনার স্লুইস গেট খুলে পানি ছেড়ে দেয় অজ্ঞাত ওই দুর্বৃত্তরা। পানি কমে গেলে সোমবার (২৫ নভেম্বর) রাতের কোন এক সময় প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে কীটনাশক ছিটিয়ে মাছ ধরে তারা।


বিষক্রিয়ায় আক্রান্ত মাছ ধরতে মঙ্গলবার (২৬ ন‌ভেম্বর) স্থানীয় উৎসুক লোকজন খালের কিনারে নামে।


স্থানীয়‌দের অ‌ভি‌যোগ, প্রভাবশালীরা রাতে খালে ওষুধ দিয়ে মাছ ধরেছে। বিষক্রিয়ায় দেশীয় নানা জাতের মাছ মরে গেছে। খালের পানি ছেড়ে দেওয়ায় পুটিখালী ও বলইবুনিয়া ইউনিয়নের শতশত বিঘা জমির আমন ধানেরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।


পুটিখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শিকদার খলিলুর রহমান বলেন, এ বিষয়ে প্রশাসনের তরফ থেকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, খালের পানি ছেড়ে বিষপ্রয়োগ করে মাছ ধরার ঘটনা শুনেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/রাজু/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com