
পঞ্চগড়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে সলেমান আলী (৫৪) নামে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেয়ার আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম রেজাউল বারী এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডাদেশপ্রাপ্ত সলেমান আলী পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সুখ্যাতি এলাকার মৃত জমির উদ্দীনের পুত্র।
আদালত সূত্রে জানা যায়, প্রায় দুই যুগ আগে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ঘনিবিষ্টপুর এলাকার এন্তাজ আলী মেয়ে জোসনা বেগমের সাথে আটোয়ারী উপজেলার সুখ্যাতি এলাকার জমির উদ্দিনের পুত্র সলেমান আলীর বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ৩ টি সন্তান রয়েছে। পারিবারিক কলহ নিয়ে সলেমান আলী মাঝে মধ্যেই স্ত্রী জোসনা বেগমকে মারধর করত।
সর্বশেষ ২০১৮ সালের ১৭ মে পারিবারিক বিষয় নিয়ে আবারো তাদের মধ্যে ঝগড়া হয়। ওই দিন বাড়িতে কেউ না থাকায় সলেমান আলী ক্রিকেট খেলার ব্যাট দিয়ে জোসনার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে মারা যান তিনি। পরে ঘরের ভিতরে লেপ দিয়ে মরদেহ ঢেকে রেখে দরজার তালা দিয়ে পালিয়ে যান সলেমান আলী। দুপুরে তাদের সন্তানরা বাড়ি ফিরে মাকে খুঁজে না পেয়ে এক পর্যায়ে তালা ভেঙে ঘরের ভিতরে লেপ দিয়ে ঢাকানো অবস্থায় মায়ের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
ওই দিনই জোসনার বড় ভাই সলেমান আলীকে আসামী করে আটোয়ারী থানায় হত্যা মামলা করেন। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি এই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে ২৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও ময়নাতদন্তের প্রতিবেদনসহ আইনি প্রক্রিয়া শেষে আদালত মঙ্গলবার আসামির উপস্থিতিতে চাঞ্চল্যকর এই মামলার রায় প্রদান করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আদম সুফী বলেন, আমরা হত্যার ঘটনাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং বাদী ন্যায় বিচার পেয়েছে। আমরা মনে করি এই রায় অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবে।
আসামি পক্ষের আইনজীবী হাবিবুল ইসলাম হাবিব বলেন, আসামি চাইলে আমরা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করবো।
বিবার্তা/গোফরান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]