
নাটোরের গুরুদাসপুরে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকায় ১০ নম্বর ব্রিজে অজ্ঞাত যানবাহনের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।
২৬ নভেম্বর, মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। মৃতদেহ দুটি বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে বলে জানান পুলিশ।
নিহতরা হলেন, পাবনা জেলার চাটমহর উপজেলার কেশবপুর এলাকার মৃত আবেদ আলীর ছেলে মোতালেব হোসেন (৪৫)। একই এলাকার মৃত জয়েন প্রাং এর ছেলে শাহ আলম (৪৭)।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকার ১০ নম্বর ব্রিজে দুটি মৃতদেহ পড়ে আছে। এমন সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। তবে কীভাবে এ দুর্ঘটনা তা কেউ বলতে পারেনি।
বিবার্তা/পারভেজ/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]