নাজিরপুরে
যুবকের উপর হামলা করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ১৫:২১
যুবকের উপর হামলা করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
না‌জিরপুর (পিরোজপুর) প্রতি‌নি‌ধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের নাজিরপুরে পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে হাচিবুল ইসলাম নামে এক যুবকের উপর অতর্কিত হামলা চালিয়ে নগদ টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে।


সোমবার (২৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার শেখমাঠিয়া ইউনিয়নের ষোলশত গ্রামে এই ঘটনাটি ঘটে।


আহত হাচিবুল উপজেলার শেখমাঠিয়া ইউনিয়নের ষোলশত গ্রামের মৃত সেরজন আলী শেখের ছেলে।


হাচিবুল ইসলাম জানান, আমাদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছে। সেই বিরোধের জেরে আমাকে ঘর থেকে ডেকে নিয়ে বেধড়ক মারধর করে আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করলে ভয়ে আমার নানা ২৫ হাজার টাকা দিয়ে হাত-পা ধরে মুক্তি চান।


নানা মোসলেম আলী শেখ বলেন, গভীর রাতে একই এলাকার মামুন ভূইয়া, শরীফ ভূইয়া, বদিউজ্জামাল ভূইয়া ও সবুর সরদারসহ অপরিচিত আরও বেশ কয়েকজন লোক বাড়িতে এসে আমার নাম ধরে ডেকে বলে হাচিবুলকে বাড়ি থেকে বের করে আমাদের হাতে তুলে দাও। আমি ভয়ে দরজা না খুললে তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং জোরপূর্বক হাচিবুলকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে মারধর করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে হাচিবুলের ঘরে মাছ বিক্রি করা ২৫ হাজার টাকা দিয়ে হাত-পা ধরে বলি আর দিতে পারবো না। এখন মুক্তি দাও।


হাচিবুলের স্ত্রী খাদিজা বেগম জানান, আমার স্বামীকে রাতে মেরে টাকা নিয়েছে। আমরা চিকিৎসার জন্য হাসাপাতালে নিতে গেলে তারা বাধা দেয় এবং থানায় গেলে দেখে নেওয়ার হুমকি দেয়। আমি এর সুষ্ঠু বিচার চাই।


এবিষয়ে অভিযুক্ত বদিউজ্জামাল ভূইয়া জানান, রাতের ঘটনা আমি শুনেছি তবে আমি এর সঙ্গে জড়িত নই। কে বা কাহারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমাকে ফাঁসাতে আমার নাম বলেছে।


নাজিরপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: মুনিয়া জামান বলেন, আহত ব্যক্তির পায়ে আঘাত রয়েছে। তবে খুব বেশি গুরুতর নয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনর্চাজ মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, ঘটনার বিষয়টি শুনেছি। তারা লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/ম‌শিউর/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com