
দিনাজপুরের খানসামা উপজেলার কাচিনীয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে কাচিনীয়া স্কুল এন্ড কলেজ ও প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে প্রতিষ্ঠান ক্যাম্পাসে ৫ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও দুইজন কর্মচারীকে একসাথে এ সংবর্ধনা দেওয়া হয়।
কাচিনীয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোসলেম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুবেল ইসলামসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক-সাংবাদিক, সুধীসমাজ প্রমুখ।
বিবার্তা/জামান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]