
নিজ দেশে দাম বৃদ্ধির অজুহাতে দেশে উৎপাদিত আলু ও পেঁয়াজ অন্য দেশে সরবরাহ করবে না বলে রফতানিতে স্লট বুকিং বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এতে এক দিনের ব্যবধানে প্রতি কেজি ভারতীয় আলু ১০-১২ টাকা বৃদ্ধি পেয়ে ৬৫-৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর ভারতীয় পেঁয়াজ ৭০-৭৫ টাকা বিক্রয় হলেও আজ বন্দরের গোডাউনে ৮০ টাকা কেজি চাচ্ছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা।
২৬ নভেম্বর, মঙ্গলবার দুপুর দেড়টা পর্যন্ত হিলি স্থলবন্দর জিরো পয়েন্টের টালি খাতার হিসেব মতে এই বন্দর দিয়ে আলু ও পেঁয়াজ আমদানি হয়নি।
আগেরদিন সোমবার (২৫ নভেম্বর) আগের স্লট বুকিং করা দুইটি আলুবাহী ভারতীয় ট্রাক আমদানি হয়েছে। বন্দরে আমদানিকৃত ভারতীয় আলু ৬৫-৭০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়েছে। যা একদিনের ব্যবধানে কেজিতে ১০-১২ টাকা বেড়েছে আলুর দাম। তবে স্বাভাবিক রয়েছে পেঁয়াজের দাম।
এদিকে ২৪ নভেম্বর, রবিবার ১৪ ট্রাকে ৩৯৬ মেট্রিক টন পেঁয়াজ ও ৭২ ট্রাকে দুই হাজার মেট্রিক টন আলু আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। এরপর ভারতের পশ্চিম বঙ্গ সরকার রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দেয়।
ভারতের একজন রফতানিকারক বলেন, রাজ্যের বিভিন্ন এলাকায় হঠাৎ করে পেঁয়াজ ও আলুর দাম বেড়ে যাবার কারণে রাজ্য সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে আমরা বৈঠক করবো সরকারের প্রতিনিধির সাথে যাতে অন্য রাজ্য থেকে হলেও বাংলাদেশে আলু ও পেঁয়াজ রফতানি করতে পারি। এছাড়াও আমাদের যেসব গাড়ি লোডিং অবস্থায় রয়েছে সেগুলোর স্লট বুকিং না দিলে আমরা ক্ষতিগ্রস্ত হবো। তবে আগের এলসির আরও কিছু পেঁয়াজ ও আলু বোঝায় গাড়ি পার্কিং এ রয়েছে সেগুলো হয়তো বাংলাদেশে প্রবেশ করতে পারে।
হিলি বন্দর বাজারের পেঁয়াজ ও আলু খুচরা ব্যবসায়ী মো. মঈনুল হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে হঠাৎ করে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ায় আজ আলুর দাম বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি ভারতীয় আলু বিক্রি করছি ৬৫-৭০ টাকা বিক্রি করছি। তবে আগের ভারতীয় পেঁয়াজ ৭০-৭৫ টাকা বিক্রি করলেও আজ বন্দরের গোডাউনে পেঁয়াজ প্রতি কেজি ৮০ টাকা চাচ্ছে আমদানিকারকরা।
হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, ভারত থেকে পণ্য আমদানি করতে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের স্লট বুকিং নিতে হয় যা অনলাইন সিস্টেমে। হঠাৎ করে রোববার অনলাইন সিস্টেম বন্ধ করে দিয়েছে বলে জানান ভারতের রফতানিকারকরা। ফলে স্লট বুকিং দিতে পারছি না আমরা আমদানিকারকরা। যার কারণে পেঁয়াজ ও আলু আমদানিতে শঙ্কা দেখা দিয়েছে। বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়নি তবে আগের বুকিং করা আলু সোমবার এসেছে দুই ট্রাক। স্লট বুকিং খুলে না দেওয়ায় আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত আলু ও পেঁয়াজবাহী ট্রাক বন্দর দিয়ে দেশে প্রবেশ করে নাই।
উল্লেখ, স্লট বুকিং বন্ধের ফলে শুধু হিলি স্থলবন্দর নয় পশ্চিমবঙ্গে সঙ্গে যুক্ত সকল স্থলবন্দর দিয়ে এই পণ্য দু'টি আমদানি বন্ধ থাকবে।
বিবার্তা/রব্বানী/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]