
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, স্বাধীন রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নাম ছিল, কিন্তু গত ১৬বছর বাংলাদেশের মানুষের কোনো স্বাধীনতা ছিল না। একটি পার্লামেন্ট ছিল, কিন্তু তার কোন কার্যকারিতা ছিল না। কারণ পার্লামেন্টে যারা সদস্য ছিল তারা কেউ জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেনি। নির্বাচন কমিশন ছিল, কিন্তু মানুষের ভোটাধিকার ছিল না। একটি স্বচ্ছ নির্বাচন করার ক্ষমতা তাদের ছিল না, নির্বাচন কমিশন ছিল আজ্ঞাবহ। আইন-আদালত ছিল কিন্তু মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত ছিল, বিচারপ্রার্থীর রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিচারের রায় নির্ধারিত হতো।
২৪ নভেম্বর, রবিবার সন্ধ্যায় শহরের ফুলবাড়িয়া পুরাতন ঈদগাহ মাঠে আয়োজিত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনামূলক যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেভেন মার্ডারের আলোচনা হলে মানুষ ছাত্রলীগের দিকে আঙুল তুলত। সব ধরণের অপরাধ আর যুবলীগ-ছাত্রলীগ সমার্থক শব্দে পরিণত হয়েছিল।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইয়াছিন আলী, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজিব, সদস্য সচিব সোহেল রানা খান, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মোমেন আকন্দ কাউসার, সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্ণেল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ সিদ্দিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুনীলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বিবার্তা/ওসমান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]