
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চূড়ান্ত তালিকায় কৌশল অবলম্বন করে নাম লিপিবদ্ধ করেছেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার আনিছুর রহমান নামের এক ব্যক্তি। তিনি উপজেলার ৩ নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের বিলডুমুরিয়া গ্রামের আব্দুস সালামের পুত্র।
আনিছুরের দাবি, তিনি বরিশাল বিএম কলেজের অনার্সের শেষ বর্ষের ছাত্র। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বরিশালে ব্যাপক ভূমিকাও পালন করেছেন বলে দাবি করেন তিনি।
এদিকে ওই আন্দোলনে আহদের তালিকায় আনিছুরের নাম থাকায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। এ ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হলে তদন্তে নামেন সংবাদকর্মীরা।
মোটরসাইকেল এক্সিডেন্ট করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তালিকায় নাম দেখে নাজিরপুরের জনগণ অবাক। তার বিশ্বাস করতে পারছে না এটা কী করে সম্ভব। অবিশ্বাস্য হলেও এটা সত্যি তার নাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহতদের চূড়ান্ত তালিকায়।
জানা যায়, গত ১৬ জুলাই আনিসুর রহমান ব্যক্তিগত কাজে বিলডুমুরিয়া হতে ভাড়ায় চালিত মোটর সাইকেল নিয়ে আনিস ও তার বড় ভাই রেজাউল মোল্লা এবং চালক কুদরতল্লাহ্ গাজী পথিমধ্যে নাজিরপুর টু গোপালগঞ্জ হাইওয়ে রোডের দিঘীরজান নামক ব্রীজ সংলগ্ন এলাকায় চালকের অসাবধানতায় মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে এবং গুরুতর আহত হয়ে প্রাথমিকভাবে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা গাজী মেডিকেলে দুই দিন থেকে পরবর্তীতে ঢাকায় প্রথমে পঙ্গু হাসপাতালে পরবর্তীতে ঢাকা মেডিকেলে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিতে থাকেন। কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে ভর্তি হন। পরে কিভাবে ছাত্র আন্দোলনের নামের তালিকায় নাম অন্তর্ভুক্ত হলো তিনি তা নিজেও জানেন না বলে জানান।
এদিকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তার এক্সিডেন্টের দিন অর্থাৎ ১৬ জুলাই ভর্তি রেজিস্টার বহিতে নাম অন্তর্ভুক্ত আছে কিনা তদন্ত গেলে দেখা যায় ক্রমিক নং ৬ রেজি নং ৬২৭৮ সকাল ৯ টা ৪৫ মিনিটে ভর্তি এবং লেখা আছে পুলিশ কেস, এক্সিডেন্ট কার ইনজুরি (আর টি এ) রোড ট্রাক এক্সিডেন্ট। নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার পবিত্র হালদার বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, বিষয়টি শুনেছি, তদন্ত করে দেখছি।
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ এড়িয়ে গিয়ে বলেন, অফিসে আসেন সাক্ষাতে কথা বলব এখন কোন বক্তব্য দিব না।
জেলা প্রশাসক মোহাম্মদ আশ্রাফুল আলম খান বলেন তথ্য প্রমাণ না দেখে আমি কোন সাক্ষাৎকার দিতে পারব না।
বিবার্তা/মশিউর/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]