তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন।
রবিবার (২৪ নভেম্বর) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। এতে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়েছে।
আহতদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। তারা হলেন- ইমন (২৪), উৎসব (২৪), আজাদ (২৪), বুলবুল (২৪), প্রাশান্ত (২৪), শিশির (২৪), তৌফিক (২২), রুদ্র (২৩), আনান (১৮), জুনায়েদ (২৪), সমিক (২৪), ইমন (২০), রাকিব (২০), নাহিদ (২৩), ইমন (২৩), প্রবাল (২২), রমজান (২২), মো. মিঠুন (২১), ইমরান (২১),নাদিম (২০), ফাহাদ (১৯), খালেক (১৯), সোহান (২২), আমিন (২২), রিফাত বিশ্বাস (১৮), তপু (২০), মেহেদী (২১), প্রার্থ (২৪), হাসান (১৮)।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, তেজগাঁও থেকে মারামারির ঘটনায় প্রায় ৩০ জন শিক্ষার্থী হাসপাতালে এসেছে। সবাই জরুরী বিভাগে চিকিৎসা নিচ্ছে।
জানা গেছে, সন্ধায় বুটেক্সের আজীজ হলে ছাত্রলীগের এক কর্মীর প্রবেশকে কেন্দ্র করে পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীদের বাকবিতণ্ডা বাধে। এরপর উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা শুরু হয়।
এদিকে এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চলের একপাশের অংশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনী আসার পর দু’পক্ষের মাঝে অবস্থান নেয় এবং সংঘর্ষ থামানোর চেষ্টা শুরু করে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]