
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর শাখার প্রকাশিত কমিটিতে ইসলামপুর উপজেলা থেকে নেওয়া ৭ জন প্রতিনিধির মধ্যে ৪ জন বহিরাগত অপরিচিত প্রতিনিধি রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৪ নভেম্বর, রবিবার সকালে ইসলামপুর বৈষম্য বিরোধী সাধারণ ছাত্রদের আয়োজনে ইসলামপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র সাব্বির খান লোহানী জানান, জামালপুর জেলে কমিটিতে ইসলামপুর উপজেলা থেকে যে ৭ জন প্রতিনিধি নেওয়া হয়েছে। তাদের মধ্যে শুধু জিহাদ হাসান লাবিল খান, সিদ্দিকুর রহমান মিসবাহ ও তৌহিদুর রহমান জিসানকেই তারা চিনেন। বাকী ৪ জনকে তারা চিনেন না এবং গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাকি ৪ জনেরই কোন ভূমিকা ছিলনা। তাদের কখনো দেখে নি তারা।
সংবাদ সম্মেলনের মাধ্যমে জামালপুর জেলা প্রকাশিত উক্ত কমিটি থেকে তাদের নাম ঠিকানা চিহ্নিত করে বাতিলসহ বিষয়টি তদন্ত করে সঠিক নাম অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে ইসলামপুর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাধারণ শিক্ষার্থী মাহাদি হাসান সানিম, সাইম খান, রেদুয়াম হোসেন সিয়াম, সানজিদা জাহান রিফা, মাসুম খান, মাহিম ও মিমসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বিবার্তা/ওসমান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]