শিরোনাম
নড়াইলে মাদক মামলায় নারীর যাবজ্জীবন
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ১৫:৪২
নড়াইলে মাদক মামলায় নারীর যাবজ্জীবন
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলে মাদক মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।


২৪ নভেম্বর, রবিবার সকাল সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. সাইফুল আলম এ দন্ডাদেশ দেন।


দন্ডপ্রাপ্ত তাসলিমা বেগম সাতক্ষীরা জেলার সদর উপজেলার ছয়ঘুরিয়া গ্রামের মুকুল মোল্লার স্ত্রী। রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্ত আসামী তাসলিমা বেগম পলাতক ছিলেন।


মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০১৪ সালের ২৩ এপ্রিল বেলা পৌনে ১টার দিকে নড়াইল-যশোর বেনাপোল মহাসড়কের চাঁচড়া শিবতলা কালিমন্দিরের সামনে নড়াইলগামী যাত্রীবাহী বাস তল্লাশিকালে বাস থেকে নেমে তাসলিমা বেগম পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে দেহ তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।


এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক নুরুস সালাম সিদ্দিক তাসলিমার নামে আদালতে চার্জশিট দাখিল করেন।


নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু বিষয়টি নিশ্চিত করেছেন।


বিবার্তা/শরিফুল/এনএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com