হিলিতে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ১৩:০৪
হিলিতে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নে বিএনপি ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


২৩ নভেম্বর, শনিবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে পাউশগাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে অত্র ইউনিয়নের ১,২,৩, ও ৫ নং ওয়ার্ডের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।


এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক সাহ আলম, যুগ্ম আহ্বায়ক আরমান আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক রেজায়ান প্রধান রিপন, খট্রা মাধবপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন লাবু চৌধরীসহ অনেকে অংশগ্রহণ করেন।


এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আমরা কোনো সমাবেশ করতে পারি নাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গত ৫ আগস্ট থেকে দেশে শান্তি ফিরে আসছে। তাই আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের ক্ষমতা হস্তান্তরের আগ মুহূর্ত পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সেই সাথে আগামী দিনে ধানের শীষের প্রার্থী ভোটের মাধ্যমে জয় লাভ করার জন্য সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য কাজ করার আহ্বান জানান।


বিবার্তা/রববানী/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com