পঞ্চগড়ে চিকিৎসক পদায়নের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ১৫:৩৮
পঞ্চগড়ে চিকিৎসক পদায়নের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে চিকিৎসক পদায়নের দাবিতে মানবন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।


২৩ নভেম্বর, শনিবার দুপুরে পঞ্চগড় সম্মিলিত সেচ্ছাসেবী ফোরামের আয়োজনে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের একপাশে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালিত হয়।


মানববন্ধন শেষে আন্দোলনকারীরা পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের দুইপাশে তীব্র যানযটের সৃষ্টি হয়।


এসময় বক্তারা বলেন, পঞ্চগড়ের ৫ উপজেলার হাসপাতাল গুলোতে চিকিৎসক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। ১৩৭ টি পদের বিপরীতে মাত্র ১৭ জন চিকিৎসক কর্মরত আছেন। এরই মাঝে আরো একজন বদলি নিয়েছেন। প্রায় ১ লাখ মানুষের জন্য সল্প সংখ্যক চিকিৎসক সেবা দিতে হিমশিম খাচ্ছেন। সামান্য কিছু হলেই রোগীকে রংপুর বা অন্য জেলায় চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। অন্য জেলায় সব মানুষের চিকিৎসা সেবা নেয়ার সক্ষমতা নেই। আগামী এক সপ্তাহের মধ্যে উল্লেখযোগ্য চিকিৎসক পদায়ন না করা হলে আমরণ অনশন সহ বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।


পরে আধুনিক সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমুহে চিকিৎসক পদায়নের দাবিতে আধা ঘন্টাব্যাপী পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মানববন্ধনকারীরা।


এসময় চিকিৎসক পদায়নের দাবিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সরকারী কৌঁশলী মির্জা নাজমুল ইসলাম কাজল। আগামী শনিবারের মধ্যে চিকিৎসক পদায়নের দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেন মানববন্ধনকারীরা।


মানববন্ধনে পঞ্চগড় সম্মিলিত সেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক এ্যাড. আহসান হাবীব সরকার, সংগঠনটির বোদা উপজেলা প্রতিনিধি আব্দুল মতিন, আটোয়ারী উপজেলা প্রতিনিধি আতিক হাসান, তেতুঁলিয়া উপজেলা প্রতিনিধি রাব্বী ইমন, দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুল মজিদ বক্তব্য রাখেন।


এতে সেচ্ছাসেবী ফোরামের সদস্যরাসহ স্থানীয়রা অংশগ্রহণ করেন।


বিবার্তা/গোফরান/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com