চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কালুখালী উপজেলার বোয়ালিয়া এলাকার মেয়ের শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. তুহিনুর রহমানকে অপহরণের পর নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গত ২৫ আগস্ট রাজবাড়ী আদালতে তুহিন নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১২ জানুয়ারি মামলার বাদী মো. তুহিনুর রহমানকে অপহরণ, গুম ও চাঁদা আদায়ের জন্য নির্যাতনসহ খুনের চেষ্টা করা হয়। তাকে নির্যাতন করাসহ ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। সে সময় তার থেকে ৫ লাখ টাকা নেওয়া হয় এবং বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার করা হয়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, তুহিনুর রহমানের দায়ের করা মামলায় ৭ নম্বর আসামি আবুল কালাম আজাদ। শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কালুখালী উপজেলার বোয়ালিয়া এলাকার মেয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিবার্তা/মিঠুন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]