
দিনাজপুরের খানসামা উপজেলায় আলু বীজ রোপণ ও ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক ও শ্রমিকরা। উপজেলার প্রতিটি মাঠজুড়ে এখন আলু গাছের সবুজ পাতায় ছেড়ে গেছে চারদিক। আবহাওয়া অনুকূলে থাকায় আলু আবাদ নিয়ে রঙিন স্বপ্ন বুনছে এ উপজেলার চাষিরা।
খানসামার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কৃষকরা জমিতে আলু রোপণ করছেন, আবার চারা গজিয়ে ওঠায় কৃষক ও শ্রমিকরা কোথাও মেশিনের মাধ্যমে জমিতে পানি দিচ্ছেন, কোথাও জমিতে থাকা আগাছা পরিষ্কার করছেন। ফসলকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে কেউ কেউ স্প্রে করছেন কীটনাশক।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে গ্র্যানুলা, সেভেন, সানসাই, কুইনএনি, কারেজ জাতের আলু বেশি রোপণ করেছেন কৃষকরা।
চলতি মৌসুমে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৯৫৮ হেক্টর এবং অর্জন ১০২০ হেক্টর জমি।
উপজেলার হোসেনপুর গ্রামের আব্দুল আজিজ বলেন, প্রতি মৌসুমেই আলু চাষ করি। এ বছরও আলু রোপণ করেছি। আশা করছি ভালো ফলন হবে।
উপজেলার আংগারপাড়া ইউনিয়নের কৃষক তরিকুল ইসলাম বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আগাম আলু লাগিয়েছি এবং নিয়মিত পরিচর্যা করছি। আশা করছি ভালো ফলন ও দাম পাবো।
উপজেলার আংগারপাড়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা যদুনাথ রায় বলেন, ভালো ফলন ও দামের আশায় কৃষকরা আলু লাগিয়েছেন। কৃষি অফিসের পক্ষ থেকে সবসময় কৃষকদের পরামর্শ দিচ্ছি।
উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার বলেন, উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদেরকে আমরা বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা প্রদান করছি। আশা করছি এবছর কৃষকরা ভালো ফলন ও দাম পাবেন।
বিবার্তা/জামান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]