
বগুড়ায় মাকে হত্যার ঘটনায় গ্রেফতার ছেলে সাদ বিন আজিজুর রহমানের জামিন আবেদন না মঞ্জুর করেছেন বগুড়ার আদালত। পুলিশের তদন্তে মায়ের হত্যায় সাদের সংশ্লিষ্টতা না পাবার পর পরিবার তার জামিন আবেদন করেছিল।
২১ নভেম্বর, বৃহস্পতিবার শুনানি শেষে সেই আবেদন নামঞ্জুর করেছেন জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া সিদ্দিকার আদালত।
এর আগে রবিবার (১০ নভেম্বর) বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় নিজ বাড়িতে উম্মে সালমা নামের এক গৃহবধূকে হত্যা করে মরদেহ ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখে খুনিরা। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য উম্মে সালমার স্বামী আজিজুর রহমান ও তার ছোট ছেলে সাদ বিন আজিজুর রহমানকে আটক করে র্যাব।
পরে র্যাব জানিয়েছে, সাদ হাত খরচের টাকা না পেয়ে নিজেই তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল। পরে মায়ের হত্যা মামলায় তিন দিনের পুলিশ রিমান্ডে নেয়া হয় সাদকে। এরপর পুলিশ তদন্তে নিশ্চিত হয় মায়ের হত্যায় সম্পৃক্ততা নেই সাদের। শুক্রবার (১৫ নভেম্বর) এই হত্যাকাণ্ডের ঘটনায় উম্মে সালমার বাড়ির ভাড়াটিয়া মাবিয়া সুলতানা এবং তার দুই সহযোগী মোসলেম ও সুমন চন্দ্র রবিদাসকে গ্রেফতার করে পুলিশ।
পরে দুই দফায় ওই তিনজন আদালতে ১৬৪ ধারায় উম্মে সালমাকে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। মাকে হত্যায় ছেলের জড়িত থাকার কোনও প্রমাণ পায় নি পুলিশ এমন তথ্যের পর রবিবার সাদের জামিন আবেদন করে পরিবার। বৃহস্পতিবার সেই জামিন শুনানি শেষে সাদের জামিন না মঞ্জুরের আদেশ দেয় আদালত।
সাদের আইনজীবী উৎপল কুমার বাগচী বলেন, আদালতে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেননি। তবে মামলাটিতে দুটি রাষ্ট্রীয় আইন প্রয়োগকারী সংস্থা ভিন্ন ভিন্ন তদন্ত দেখিয়েছে। সংবেদনশীল হওয়ায় বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেট আদালতে জামিন হয়নি। এখন জেলা জজ আদালতে আবেদন করা হবে, আমরা আশাবাদী সেখানে সাদ জামিন পাবেন।
বগুড়া আদালতের পুলিশ পরিদর্শক মোসাদ্দেক হোসেন বলেন, বিচারক আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্য শুনেছেন। এরপর সাদের জামিন নামঞ্জুর করার আদেশ দেন। এ সময় এজলাসের সাদকে উপস্থিত করা হয়নি। তিনি বগুড়া জেলা কারাগারেই আছেন।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]