গোবিন্দগঞ্জে
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২৯ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ১৭:৩৪
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২৯ জনের বিরুদ্ধে মামলা
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার সাপমারা ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা মো. আবুল হোসেন বাদি হয়ে থানায় মামলাটি দায়ের করেন।


মামলার আসামিরা হলেন, উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের বাবু মিয়ার পুত্র মিঠু মিয়া (৩৫), মোস্তফার পুত্র তাহের হোসেন (২৪) ও আইযুব আলী (২২), মো. নাইস হুজুর (৪৫), মো. জামাল মিয়া পুত্র মো: জাহাঙ্গীর (৪০), মো. দুলা মিয়া পুত্র মো. লিটন (৩৫), দুলা মিয়ার পুত্র মো. শিপন মিয়া (৩০), মো. সাদেকের পুত্র মো. খোকন বাবু (৩৬), মো. বজলুল’র পুত্র মো. মহিদুল (৩০) ও মো. শহিদুল (৩৫), তাজেলের পুত্র মো. শামীম (৩৩), অজ্ঞাতনামা ব্যক্তির পুত্র মো. শফি (৩০), মো. রঞ্জু (৩২), মো. আবুল হোসেনের পুত্র মো. সোহেল (৩৩), অজ্ঞাতনামার পুত্র মো. আয়তাল (৩৮), মো. আব্দুলের পুত্র মো. মোস্তফা (৪৪), অজ্ঞাতনামার পুত্র মো. দুদু মিয়া (৩৬), মো. সামাদ আলীর পুত্র মো. সাদ্দাম (২৫), অজ্ঞাতনামার পুুত্র মো. বিপুল (২৭), মো. সুমন (২৫), মো. আলম (২৪), মো. এনামুল (৩০), নরেঙ্গাবাদের মো. আছমান আলী সরদার, মো. মতলেব সরদার (৪০), মো. শাহ আলম সরদার (৩৭), মো. বদি’র পুত্র মো. আমিরুল ইসলাম (৩৫), মৃত ইছো শেখের পুত্র মো. সামাদ শেখ (৪৫), দুদু মিয়া’র পুত্র মো. রেজাউল (৪৫), মো. গোলাম মোস্তফা’র পুত্র মো. নূরুল আমিন (৪৫), গাসাইপুর গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র মো. সেলিম মিয়া (২৫)।


মামলার বাদী আবুল হোসেন জানান, আসামিরা দীর্ঘ দিন ধরে দেশের প্রচলিত ভূমি আইন লঙ্ঘন করে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এদের কারো কারো নামে গোাবিন্দগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীপারের ফসলি জমি বাড়ী, সরকারি স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। আরো নতুন নতুন স্থাপনা গ্রাস করতে এগিয়ে আসছে এমন অভিযোগের ভিত্তিতে গত শনিবার রাতে সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জমান চকরহিমাপুর ও নরেঙ্গাবাদের মেরী এলাকা সরেজমিনে দেখতে গিয়ে এর সত্যতা পান। এর প্রেক্ষিতে সহকারি কমিশনার মোবাইল কোর্ট পরিচালনার চেষ্টাকালে বালুু উত্তোলনকারীরা পালিয়ে যায়।


গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


উল্লেখ্য, এছাড়াও উপজেলার কাটাখালী ও করতোয়া নদীর ভূ-গর্ভ থেকে কমপক্ষে আরোও ২০টি পয়েন্টে ও কাটাবাড়ী ইউনিয়নে প্রতিনিয়তই রাতভর ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com