শিরোনাম
বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ১৬:৩১
বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে।


২১ নভেম্বর, বৃহস্পতিবার সকাল ১১টায় সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত ঐক্য পরিষদের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বোয়ালমারী অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।


এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর পিএসসি, এমএসসি, এমবিএ (আর) বীর মেজর আব্দুল্লাহ-আল ইমরান। অবসরপ্রাপ্ত অনারারি ক্যাপ্টেন শরীফ গোলজার রহমানের সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. চুন্নু বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আফজাল হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক মো. আব্দুর রশিদ, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার সরোয়ার হোসেন, সাবেক ওয়ারেন্ট অফিসার মো. শহিদুল ইসলাম, বদিউজ্জামান, সাবেক সার্জেন্ট মো. রবিউল ইসলাম, মিজানুর রহমান, সাবেক বিজিবি সদস্য আলিমুজ্জামান বাবলু শরীফ প্রমুখ।


এসময় নিহত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠানে উপস্থিত সকলে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে কয়েক শত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।


বিবার্তা/মিলু/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com