
কুড়িগ্রামের চিলমারীতে গরু চুরি করে পার্শ্ববর্তী উলিপুর উপজেলা দিয়ে গরু নিয়ে যাওয়ার পথে সন্দেহ জনক হওয়ায় স্থানীয়রা তিন জন কে আটক করেছে। পরে পুলিশ গিয়ে গরু উদ্ধার করে ও তাদেরকে থানা হেফাজতে নেয়।
বুধবার (২০ নভেম্বর) ভুক্তভোগী কৃষক মো. শাহ জামাল মিয়া চিলমারী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তিনি উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা গ্রামের শহিদুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার ওসি নাজমুস সাকিব সজিব।
গ্রেপ্তারকৃতরা হলেন- ওহিদুল ইসলাম, রাসেল মিয়া ও আমিনুল ইসলাম। সবাই চিলমারী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, বুধবার (২০ নভেম্বর) ভোরে শাহ জামাল মিয়া ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে সাতটি গরুর মধ্যে লাল রঙের একটি গরু নেই। পরে স্থানীয়ভাবে খোঁজ করার পর না পাওয়ায় থানায় গরু চুরি হওয়ার অভিযোগ করেন।
ওসি নাজমুস সাকিব সজিব জানান, গরু চুরির অভিযোগ পাওয়ার পর মামলা রুজু হয়। এরপর কুড়িগ্রামের সব থানায় বিষয়টি জানানো হয়। পরে উলিপুর উপজেলায় বুধবার স্থানীয়দের হাতে চোর সন্দেহে গরুসহ তিন জনকে স্থানীয়রা আটক করে।
ওসি আরও জানান, ঘটনাটি শোনার পর সংশ্লিষ্ট অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়ে বিষয়টি নিশ্চিত হওয়ার পর গরুটি উদ্ধারসহ আসামি তিনজনকে আটক করে থানায় নেয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।
বিবার্তা/রাফি/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]