পঞ্চগড়ে সবজি বাজারের সিন্ডিকেট ভাঙতে ন্যায্য মূল্যের বাজার শুরু
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ১৬:০০
পঞ্চগড়ে সবজি বাজারের সিন্ডিকেট ভাঙতে ন্যায্য মূল্যের বাজার  শুরু
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

উত্তরের জেলা পঞ্চগড়ে সবজি বাজারের সিন্ডিকেট ভাঙতে এবং ন্যায্য মূল্যে ক্রেতাদের হাতে সবজি তুলে দেওয়ার উদ্দেশ্যে ন্যায্য মূল্যের বাজার কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন।সরাসরি ক্ষেত থেকে চাষিদের কাছ থেকে উৎপাদিত সবজিসহ নানা ধরনের পণ্য কিনে এনে বিক্রি হচ্ছে এই বাজারে।


বৃহস্পতিবার(২১ নভেম্বর) সকাল থেকে জেলা অডিটোরিয়াম চত্বরে এই বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। এই বাজার কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করছে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের স্বেচ্ছাসেবীরা। তারা অধিকাংশই ছাত্র।


স্বেচ্ছাসেবীরা চাষিদের ক্ষেত থেকে সবজি কিনে বাজার মূল্য থেকে কম দামে বিক্রি করছে। বাজারে আলুর কেজি ৭৫ টাকা হলেও ন্যায্য মূল্যের বাজারে ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যবাজার পেঁয়াজের দাম ১০০ থেকে ১২০ টাকা বিক্রি হলেও ন্যায্যমূল্যের বাজারে তা বিক্রি হচ্ছে ৮০ টাকা । কাঁচা মরিচ ৬৫ টাকা । যা বাজার মূল্য থেকে অন্তত: ২০ থেকে ৩০ টাকা কম ।


একই ভাবে প্রতি পিচ লাউ ২০ টাকা, সিম ৬০ টাকা,করলা ২০,বাঁধা কপি ৪০,লাল শাক ৩০, মুলা ৩৫,ডাটা ১৮,বেগুন ২০, পালং শাক ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রথম দিন বাজারে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে । কমদামে বাজার করতে পারায় খুশি
বাজারে আসা ক্রেতারা । জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে প্রতিদিনই এই বাজার চালু রাখার দাবি জানান স্থানীয়রা ।


বাজার উদ্বোধনকালে জেলা প্রশাসক সাবেত আলী জানান, সাধারণ মানুষ যাতে ন্যায্য মূল্যে শাক সবজি কিনতে পারে তার জন্য সপ্তাহে দুই দিন শুক্রবার ও শনিবার এই বাজার পরিচালনা করার উদ্যোগ নেয়া হয়েছে। এর পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে দুইটি ভ্যান করে সবজি বিক্রি চালু করা হয়েছে । এসব ভ্যান প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে গিয়ে সবজি বিক্রি করবে । চাহিদা, যৌক্তিকতা এবং উদ্যোক্তা পেলে এসব কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে বলে জানান তিনি ।


বিবার্তা/বিপ্লব/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com