
দিনাজপুরের হাকিমপুর হিলিতে ফিড ও ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও স্যাম্পুল এবং ফিডের দোকানে মেয়াদ উত্তীর্ণ এবং অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে হাকিমপুর হিলি পৌর শহরের বাংলাহিলি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম এ অর্থদণ্ড করেন।
জানা যায়, স্থানীয় মেসার্স কাওসার এন্টার প্রাইজ ফিডের দোকানে মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ পাওয়ায় দশ হাজার, মণ্ডলের ফার্মাসিতে মেয়াদ উত্তীর্ণ ও স্যাম্পুল ওষুধ বিক্রি করায় পাঁচ হাজার এবং শিউলি ফার্মাসীতে একই অভিযোগে জাহিদুল ইসলাম কে তিন হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ বিষয়ে মমতাজ বেগম ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন, আপনারা বার বার একই ভুল করবেন আর আমি দিনাজপুর থেকে এসে আপনাদের সতর্ক করে যাবো এটা হতে পারে না।
তিনি আরও বলেন, বেশ কিছুদিন ধরেই বাংলা হিলি বাজারে মেয়াদ উত্তীর্ণ এবং অনুমোদনহীন ওষুধ বিক্রয়ের অভিযোগ রয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে বাংলাহিলি বাজারে অভিযান চালানো হয়।
এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় তিন দোকানিকে ১৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। ভবিষ্যতে ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিবার্তা/রববানী/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]