
দিনাজপুরের খানসামা উপজেলায় ১০ চাকার ডাম্প ট্রাক বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও ইউএনও বরাবর লিখিত আবেদন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও মো.তাজ উদ্দিনের হাতে এ আবেদনপত্র তুলে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
এসময় ছাত্র আন্দোলনের নেতারা বলেন, আত্রাই নদী থেকে অপরিকল্পিত ও অতিরিক্ত বালু উত্তোলনের ফলে আমাদের এলাকার প্রাকৃতিক জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের কার্যকলাপ শুধু পরিবেশ ধ্বংসের কারণ নয়, বরং নদীর পাড়ের বসবাসরত ব্যক্তিদের বসতবাড়ি ও কৃষিজমি ভাঙনের মুখে পড়ছে। এর পাশাপাশি উত্তোলিত বালু পরিবহনের জন্য ১০ চাকার ডাম্প ট্রাকের চলাচল গ্রামের চিকন ও দুর্বল রাস্তাগুলোর জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ট্রাকগুলোর ভারে রাস্তাগুলো ভেঙ্গে যাচ্ছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনার শঙ্কা বাড়ছে। এজন্য খানসামার সচেতন নাগরিকদের পক্ষ থেকে জেলা প্রশাসক ও ইউএনও বরাবর আমরা আবেদন দিয়েছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তাজ উদ্দিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আবেদনপত্রটি পেয়েছি। এ বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবো।
বিবার্তা/জামান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]