
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে ডুবে ডলার মিয়া (২৭) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
বুধবার (২০ নভেম্বর) দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে অভিযান চালিয়ে নিখোঁজ যুবকের সন্ধান পাননি। এর আগে সকাল পৌনে ১০টার দিকে পদ্মা নদীর দশ রশিয়া এলাকায় যাত্রীবাহী নৌকা থেকে পড়ে নিখোঁজ হন তিনি।
নিখোঁজ ডলার মিয়া উপজেলার পাঁকা ইউনিয়নের দশ রশিয়া গ্রামের বাবু মিয়ার ছেলে।
শিবগঞ্জ থানার এসআই মেহেদী হাসান গণমাধ্যমকে জানান, সকালে যাত্রীবাহী ছোট একটি নৌকায় ডালিমসহ ৭-৮ জন যাত্রী পাঁকার চর এলাকা থেকে বোগলাউড়ি ঘাটে আসছিলেন।
এ সময় দশ রশিয়া এলাকায় পৌঁছালে চলন্ত নৌকা থেকে পদ্মা নদীতে পড়ে গেলে নিখোঁজ হন ডালিম। পরে ফায়ার সার্ভিস, রাজশাহীর ডুবুরি দল পদ্মা নদীতে তিন ঘণ্টা তল্লাশি চালিয়ে নিখোঁজ যুবকের সন্ধান করতে পারেনি। ডুবুরি দল আজকের মতো অভিযান সমাপ্ত করেছে। বৃহস্পতিবার আবারও তল্লাশি চালানো হবে।
বিবার্তা/লিটন/রোমেল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]