
ময়মনসিংহের গৌরীপুরে মোটরসাইকেলের পিছনে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ১ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহীর নাম মাওলানা ইনামুল ইসলাম (৩৩) এবং আহত আমিনুল ইসলাম (৩৫) নিহতের বড় ভাই।
১৯ নভেম্বর, মঙ্গলবার বিকেলে নেত্রকোণা-ঈশ্বরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলার টাঙ্গাটিপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী সিদ্দিক মিয়া জানান, ঈশ্বরগঞ্জগামী মোটরসাইকেলটি টাঙ্গাটিপাড়া অতিক্রম করার সময় প্রাণ কোম্পানীর একটি কাভার্ডভ্যান পিছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী রাস্তায় ছিটকে পড়েন। এসময় কাভার্ডভ্যানটি চালকের মাথা পিষ্ট করে চলে যায়। এতে একজন ঘটনাস্থলেই নিহত হয়। অপর আরোহী গুরুতর আহত হয়। আহতকে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
নিহতের আত্মীয় মাওলানা রফিকুল ইসলাম জানান, তারা নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার গুইতিলা গ্রাম থেকে ঈশ্বরগঞ্জ উপজেলার ইসলামপুরে ভাগ্নের বিয়েতে যাচ্ছিলেন।
ফায়ার সার্ভিস, গৌরীপুর স্টেশনের ডিউটি অফিসার রাজু ইসলাম জীবন জানান, দূর্ঘটনার খবর পেয়ে স্টেশন অফিসার মো. সুলতান মিয়ার নেতৃত্বে কর্মীরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে এবং আহত আমিনুল ইসলামকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
গৌরীপুর থানার ওসি মির্জা মাযহারুল আনোয়ার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। গাড়িটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/হুমায়ুন/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]