অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে অপরাধী গ্রেফতার
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ১৯:৪৭
অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে অপরাধী গ্রেফতার
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গত সোমবার সকাল ৯ টায় ৫ থেকে ৭ জন একটি সাদা প্রইভেট কার পাবনা যুব উন্নয়ন প্রশিক্ষণ সামনে অবস্থান করে। মহেন্দ্রপুর গ্রামের রাকিবুল ইসলাম স্ত্রী উর্মি খাতুন আর ই সি প্রশিক্ষণ অংশ নিতে যুব উন্নয়ন প্রশিক্ষণ গেটে আসা মাত্র মাহিনসহ ৫-৭ জন কথা বলে গাড়ি কাছে নিয়ে যায়। গাড়িতে থাকা ৪-৫ জন জোরপূর্বক গাড়িতে উঠিয়ে দ্রুত ঘটনা স্থান ত্যাগ করেন।


এই বিষয়ে পাবনা সদর থানায় উর্মি খাতুনের স্বামী রাকিবুল ইসলাম নিজে বাদী হয়ে আপনার সদর থানা একটি অভিযোগ দায়ের করে ।


এই অভিযোগের ভিত্তিতে পাবনা পুলিশ সুপারের নির্দেশনায় আপনার সদর থানার এস আই মাহবুব আলম এর নেতৃত্বে ১৯ নভেম্বর, মঙ্গলবার দিবাগত রাতে সিরাজগঞ্জ থানাধীন কড্ডার মোড় এলাকা হতে বিশেষ অভিযান পরিচালিত হয়। এতে অপহরণকারী মাহিনকে গ্রেফতার করে উর্মি খাতুন কে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।


পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, পাবনা যুব উন্নয়নের সামনে থেকে একজন মহিলাকে কে বা কাহারা জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে চলে যায়। পাবনা থানার একটি বিশেষ টিম গঠন করে তাকে ফলো করতে করতে সিরাজগঞ্জ থানাধীন কড্ডার মোড় এলাকা হতে অপহরণকারী মাহিনকে গ্রেফতার করে। অপহরণকারীকে পাবনা আদালতে সোপর্দ করা হয়েছে।


বিবার্তা/পলাশ/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com