
বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ১৬তলা ভবন থেকে লাফিয়ে পড়ে মামুনুর রশিদ (৩৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে বগুড়া শহরতলীর ঠেঙ্গামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে।
মামুনুর রশিদ বগুড়া সদরের তেলীহারা গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি নোয়াখালীতে এসিআই কোম্পানিতে এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দিন জানান, নোয়াখালীতে কর্মরত থাকা অবস্থায় রশিদ নিখোঁজ হন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। মঙ্গলবার সকালে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয় এক ব্যক্তি ১৬তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।
অনুসন্ধানে জানা যায়, মামুনুর রশিদ সোমবার বিকেলে বগুড়া শহরতলীর মাটিডালী মোড়ে হোটেল মাহাথিরে একটি কক্ষ ভাড়া নেন। রাত ১০টার দিকে তিনি বের হয়ে যান। রাত ১২ টার দিকে হোটেলে ফিরে আসেন। ভোর ৪টার দিকে তিনি আবারো হোটেল থেকে বের হন।
ওসি বলেন, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের কর্মীরা জানান, সোমবার রাত ১০টার পর ওই ব্যক্তি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৭তলা ভবন থেকে রেলিং ধরে নিচে লাফিয়ে পড়ার চেষ্টা করেন। উপস্থিত লোকজন তাকে সেখান থেকে বের করে দেন। এরপর ভোরে তিনি আবারো হাসপাতালের ১৬তলা ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। হাসপাতালের সিসি ফুটেজ দেখে পুলিশ লাফিয়ে পড়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]