
ভাঙা প্রেম ও সংসার জোড়া লাগানো এবং মনের মানুষ খুঁজে দেয়াসহ বিভিন্ন সমস্যা সমাধানে দিতেন একই দাওয়া। বিনিময়ে নিতেন নগদ টাকা, মুরগি ও ছাগল। কিন্তু বেশিদিন আর পারেননি প্রশাসনের চোখকে ফাঁকি দিতে; প্রতারণার দায়ে শেষ অবধি পড়তে হলো ধরা।
সোমবার (১৮ নভেম্বর) সকালে পাবনার আটঘরিয়ার ধলেশ্বর গ্রামে অভিযান চালিয়ে রেজাউল করিম (৫০) নামে এক ভুয়া কবিরাজকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দেয়া হয় এক মাসের সশ্রম কারাদণ্ড।
অভিযানে কথিত কবিরাজের বাড়ি থেকে পাঁচটি মানুষের মাথার খুলি, ত্রিশূল ও সিঁদুরসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরেই রেজাউল করিম জিন-ভূতের মাধ্যমে চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন। জিনের মাধ্যমে ভাঙা প্রেম ও ভাঙা সংসার জোড়া লাগানো, মনের মানুষ খুঁজে দেওয়া এবং নিঃসন্তান নারীদের সন্তানলাভের জন্য দাওয়াই দিতেন। বিনিময়ে টাকা-পয়সা ও গরু-ছাগল নিতেন।
গ্রামের সহজ-সরল মানুষ তার কথায় বিশ্বাস করে প্রতারিত হচ্ছিলেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়।
ইউএনও মো. নাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রামের সাধারণ মানুষে অল্পতেই মানুষকে বিশ্বাস করেন। সেই বিশ্বাসের ওপর ভিত্তি করেই রেজাউল দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন। তিনি ভ্রাম্যমাণ আদালতে প্রতারণার কথা স্বীকারও করেছেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]