ভালুকায় জমি দখল ও ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ১৭:২১
ভালুকায় জমি দখল ও ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের ভালুকায় জমি দখল ও খেতের আমন ধান কেটে নিয়ে যাওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের গোবদিয়া গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে মো. তাহের আলী (৪৫) ৫ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন।


এ ব্যাপারে অভিযুক্ত সেলিম মুঠোফোনে জানান আমি আমার ক্ষেতের ধান কেটেছি, অন্য কারো ধান কাটিনি, অভিযোগ যে কেহ দিতে পারে।


অভিযোগ সূত্রে জানা যায়, মো. তাহের আলী উপজেলার মল্লিকবাড়ী মৌজার ৩৩৬ দাগের ১০৫ শতাংশ জমি দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে ওই সম্পত্তিতে আমন ধান চাষাবাদ করে আসছিলেন। ওই সম্পত্তি মৃত নুর হোসেনের ছেলে সেলিম মিয়া (৩৫), মো. সিরাজ (৪০), মো. ওসমান (৬০), মো. সেলিম মিয়ার স্ত্রী মোছা. ইসমত আরা (৩০) ও ছেলে মো. জিসান অবৈধভাবে জোরপূর্বক জবরদখল করার বিভিন্ন পায়তারা করতেছে। প্রতিবাদ করলে তারা খুন জখমের হুমকি দেয়।


১৫ নভেম্বর (শুক্রবার) আনুমানিক সাড়ে ১১ টার সময় অভিযুক্ত ব্যক্তিসহ অজ্ঞাতনামা ২০-২৫ জন ওই জমিতে রোপন করা আনুমানিক ২০ মন আমন ধান কেটে নিয়ে যায়।


ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/সাজ্জাদুল/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com