সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় কৃষকের মাঝে সঠিক দামে সার সরবরাহ ঠিক রাখার লক্ষ্যে দুই উপজেলার খুচরা সার ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ নভেম্বর, সোমবার উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে ধর্মপাশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ তুষারের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কামরুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দিন।
এসময় দুই উপজেলার খুচরা সার ডিলারগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ তুষার খুচরা সার ডিলারগণের উদ্দেশ্যে সরকার নির্ধারিত মূল্যে, ক্যাশমেমো ও বিক্রয় রেজিস্টারের মাধ্যমে সার বিক্রয়ের জন্য নির্দেশনা প্রদান করেন।
বিবার্তা/শহীদুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]