
ভালুকা পৌর শহরে সড়কের অধিকাংশ ম্যানহোল ঢাকনাবিহীন হয়ে পড়ায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অথচ পৌর কর্তৃপক্ষ ঢাকনা নির্মাণে কোনো উদ্যোগ নিচ্ছে না।
স্থানীয়রা বলছেন, ঢাকনাবিহীন ম্যানহোল মরণ ফাঁদে পরিণত হয়েছে। গভীর এই ড্রেনে পড়ে জানমালের ক্ষতির সম্ভাবনা আছে। এছাড়া যানবাহন চলাচলে ঝুঁকি তো আছেই।
সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ ম্যানহোল ঢাকনা নেই। ড্রেনের পাশ দিয়ে পথচারী ও যানবাহন চলাচল করে।
পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা ফাহাদ বলেন, পৌরসভা ড্রেন নির্মাণ করলেও ঢাকনা দেয়নি। ফলে এটি পথচারী ও বাচ্চাদের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে।
তিনি আরও জানান, রাতে অনেক লাইট পোস্টে বাতি জ্বলে না। ওই সময় চলাচল করতে গিয়ে ঢাকনাবিহীন ড্রেনের কারণে দুর্ঘটনা ঘটতে পারে।
৪নং ওয়ার্ডের জামুরভিটার মামুন বলেন, চার রাস্তার মোড় হওয়ায় এলাকার রাস্তায় ঢাকনাবিহীন ড্রেন শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্কুল ছুটির পর তাড়াহুড়া করে শিক্ষার্থীরা বের হয়। অসাবধানতাবশত কোনো শিক্ষার্থী ড্রেন পড়ে গেলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ড্রেনে দ্রুত ঢাকনা দেওয়ার দাবি তার।
ভালুকা পৌরসভার প্রশাসক ফারহান লাবিব জিসান বলেন, ঢাকনাবিহীন ড্রেনগুলো সত্যি ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনা এড়াতে ড্রেনের ওপর ঢাকনা নির্মাণের উদ্যোগ নেয়া হবে।
বিবার্তা/সাজ্জাদুল/রোমেল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]