এম এ সাত্তার মেমোরিয়াল কলেজে নবীন বরণ উৎসব অনুষ্ঠিত
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ১৭:৪৩
এম এ সাত্তার মেমোরিয়াল কলেজে নবীন বরণ উৎসব অনুষ্ঠিত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরের সরিষাবাড়ীর এম এ সাত্তার মেমোরিয়াল কলেজে একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।


১৬ নভেম্বর, শনিবার সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে এম এ সাত্তার মেমোরিয়াল কলেজ ক্যাম্পাস। নবীনবরণ অনুষ্ঠানকে উপলক্ষ্যে সাজানো হয় গোটা ক্যাম্পাস। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।


জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী শওকত আলী।


এম এ সাত্তার মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ স্টিফেন লিউক মালাকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাস ফাউন্ডেশনের চেয়ারম্যান তানজিলা সুলতানা, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সদস্য জোবায়দুল ইসলাম, নুরুল ইসলামসহ একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রী ছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিকেলে শিক্ষার্থীদের নিজস্ব পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এসময় কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী শওকত আলী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি। স্কুলের সংকীর্ণ আবদ্ধ পরিসর, বাঁধাধরা নিয়মবিধির থেকে কলেজের পরিসর অতি উদার। তোমরা এখানে একজন পূর্ণ মানুষের স্বীকৃতিতেই আত্মনির্মাণ ও আত্মবিকাশে সক্ষম হতে পারবে। এই শিক্ষায়তনের উন্মুক্ত অঙ্গনে তোমরা জীবন বিকাশে সক্ষম হবে, সফল হবে এটাই কামনা করি। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে তোমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে।


বিবার্তা/মোস্তাক/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com