
খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রত্যন্ত জনপদ পানছড়ির লোগাং' এর ভারতবর্ষ এলাকায় অসহায়দের সেবায় পাশে দাঁড়ালো বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকে শুরু হয় এই চিকিৎসা সেবা কার্যক্রম চলে দুপুর পর্যন্ত। ২০৩ পদাতিক ব্রিগেড এর আয়োজনে ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স ও খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় দেয়া হয় এই সেবা।
৩০ বীর খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্ণেল আবুল হাসনাত জুয়েল পিএসসি নেতৃত্বে মেডিক্যাল টিম পানছড়ি লোগাং ভারতবর্ষ এলাকায় অসহায়-দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন।
এতে স্থানীয় বিভিন্ন এলাকা থেকে রোগীরা সেবা নেন। মেডিক্যাল ক্যাম্পেইন সেবায় নিয়োজিত ছিলেন ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স অফির্সাস মেজর তুরফা ইসলাম, বীর ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন, বীর মেডিক্যাল অফির্সাস ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহম্মেদ , ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স ক্যাপ্টেন তাসনিয়াসহ সংশ্লিষ্টরা এতে অংশ নেন।
বিবার্তা/আল-মামুন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]