হাকিমপুরে
পলিথিন ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ১৭:৫৬
পলিথিন ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলিতে ভ্রাম্যমাণ আদালত পলিথিন ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ পলিথিন তৈরি ও অবৈধ বিদ্যুৎ সংযোগের অপরাধে ফ্যাক্টরির মালিক তারেকুল ইসলামকে ২ লাখ টাকা জরিমানা করেছে।


১৪ নভেম্বর, বৃহস্পতিবার বিকেলে উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকসহ ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।


এসময় ফ্যাক্টরিতে উৎপাদিত পলিথিন জব্দ তালিকা তৈরি করে জব্দ করা হয়েছে এবং পরবর্তীতে নিলামের মাধ্যমে এসব পলিথিন ধ্বংস করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী পলিথিনের বিরুদ্ধে অভিযান করা হয়েছে। জেলা পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে আজকের এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুনায়েত আমীন রেজা, থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই সুজা মিয়া, খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান স্বপন মিয়া, ইউপি সদস্য বিনুল সহ অনেকে।


বিবার্তা/রববানী/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com