টাঙ্গাইলে নাশকতা মামলায় যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ১৬:২৮
টাঙ্গাইলে নাশকতা মামলায় যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতা মামলায় সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মামুন সিকদারসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যটিলিয়ান (র‌্যাব) ১৪।


১৩ নভেম্বর, বুধবার রাতে উপজেলার ধুলটিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের বীরপুশিয়া গ্রামের ফজল সিকদারের ছেলে মামুন সিকদার (৪১), একই গ্রামের বাহেজ উদ্দিনের ছেলে মমিতুল ইসলাম প্রমি (৩০) ও ঢেলি করটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাব্বির।


বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে র‌্যাব।


র‌্যাব জানায়, গত ৪ আগস্ট সকালে টাঙ্গাইল শহরের বটতলায় বৈষম্যবিরোধী আন্দোলনে দুষ্কৃতিকারীরা ছাত্র-জনতার উপর হামলা করে। এতে মিছিলে অংশগ্রহণকারী লতিফ মিয়া নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়। এ ঘটনায় লতিফ মিয়া বাদী হয়ে বুধবার (১৩ নভেম্বর) টাঙ্গাইল সদর থানায় একটি নাশকতা মামলা (মামলা নং ১৮) দায়ের করেন।


এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪ সিপিপি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি টিম বুধবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার ধুলুটিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে তাদের টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়।


বিবার্তা/বাবু/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com