
সারা বাংলাদেশে এনটিআরসিএ জাল সনদ ব্যবসায়ী ওবায়দুল ইসলাম ওরফে সোহাগের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
১৪ নভেম্বর, বৃহস্পতিবার সকালে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ভুক্তভোগী প্রতারিত ময়মনসিংহের হালুয়াঘাটের আরিফুল ইসলাম, শেরপুর নালিতাবাড়ীর শদর আলী, জামালপুরের মাদারগঞ্জের এএন সালেমসহ অনেকেই বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, টাঙ্গাইল ধনবাড়ি কয়ড়া পশ্চিম পাড়া এলাকার এনটিআরসিএ জাল সনদ ব্যবসায়ী ওবায়দুল নিজেও জালিয়াতি সনদ দিয়ে চাকুরি করে বহিষ্কার হওয়াসহ সে দেশের বিভিন্ন জেলার ৭২জনের নিকট জাল সনদ দিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এ ব্যাপারে এক ভুক্তভোগী তার বিরুদ্ধে জামালপুরের মাদারগঞ্জ থানায় একটি প্রতারণা মামলা করলে আটক হয়ে সে বর্তমানে জেলহাজতে রয়েছে। জেলে থেকেও সে তার সহযোগী বাহিনী দিয়ে ভুক্তভোগীদের নানা হুমকি দিচ্ছে।
মানববন্ধনে প্রশাসনের নিকট এনটিআরসিএ জাল সনদ ব্যবসায়ী ওবায়দুল ইসলাম ওরফে সোহাগের দৃষ্টান্তমূলক শান্তির দাবি করেন ভুক্তভোগীর।
বিবার্তা/ওসমান/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]