
জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা) এর নির্দেশে ও হস্তক্ষেপে ১৩ নভেম্বর, বুধবার বিকেলে ইসলামপুরে টগারচরে একটি অসামাজিক অশ্লীল যাত্রা ও জুয়ার আসর পুড়িয়ে দিয়েছে ইসলামপুর থানা পুলিশ ও ডিবির একটি দল।
জানা যায়, ইসলামপুরর উপজেলা নোয়ারপাড়া ইউনিয়নের কাজলা ৭নং ওয়ার্ডের টগারচর গ্রামে নোয়ারপাড়া ইউনিয়নের লুৎফর কাজীর ছেলে শহিদুল (৪০) ও কাজীর বাজার এলাকার মক্করসহ স্থানীয় জুয়ারি ও মাদক ব্যবসায়ী চক্র প্রশাসনকে ম্যানেজ করার কথা বলে দুই দিন ধরে টগারচের অসামাজিক কার্যকলাপ অশ্লীল নৃত্য ও জুয়া খেলা চালিয়ে আসছিল।
এ খবর পেয়ে জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা) নির্দেশে বুধবার বিকেলে টগারচরে ইসলামপুর থানা পুলিশ ও ডিবি বিশেষ অভিযানে চালিয়ে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর পুড়িয়ে দিয়েছে ইসলামপুর থানা পুলিশের একটি দল।
এব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ জানান, জামালপুর জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে বুধবার যমুনা নদীর মধ্যবর্তী দুর্গম চর এলাকা পরিদর্শন করে অশ্লীল নৃত্য ও জুয়ারবোর্ডর স্টেজ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।
বিবার্তা/ওসমান/রোমেল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]