টাঙ্গাইলে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ১৭:৪৪
টাঙ্গাইলে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইল পৌর শহরের বেড়াডোমা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হওয়ার প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।


১৩ নভেম্বর, বুধবার দুপুরে পৌরসভার ৪নং ওয়ার্ডের বেড়াডোমা চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থী ও এলাকাবাসী।


মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পৌরসভার সাবেক কাউন্সিলর নুরুল আমীন, সাবেক কাউন্সিলর জহুরুল ইসলাম আজাদ, এলাকাবাসী মো. শামীম আল মামুন, রুহুল আমিন তালুকদার প্রমুখ।


বক্তারা বলেন, টাঙ্গাইল পৌরসভার সড়কে পরিবহণ আইন থাকলেও তার কোনো প্রয়োগ নেই। পৌরসভার ভিতরে রাতের বেলায় ভারি যানবাহনসহ বালু ভর্তি ট্রাক চলাচলে নিষেধ থাকলেও এর কোনো তদারকি নেই। দিনেরবেলায় অহরহ চলে ইট বালুর ট্রাক। ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।


তারা বলেন, যাত্রী ও পথচারীদের নিরাপত্তা দিতে হবে। যেহেতু এই এলাকাটি জনবহুলপূর্ণ- সেহেতু প্রত্যেকটি মোড়, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে স্পিডব্রেকার দিতে হবে। সড়কের গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে প্রয়োজনে ফুটওভার ব্রিজ চাই, যানবাহনের বেপরোয়া গতির নিয়ন্ত্রণ চাই। বিশেষকরে সিএনজি চালিত অটোরিক্সার বেপরোয়া গতি কমাতে হবে।


স্থানীয় প্রশাসনের কাছে আমাদের দাবি, আর যেন কেউ সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত না হয়। মানববন্ধনে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীও অংশ গ্রহণ করে।


বিবার্তা/ইমরুল/রোমেল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com